রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

তিতাসে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

তিতাসে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেন হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গরবার (১৩ জুন) গৌরীপুর-হোমনা সড়কের জিয়ারকান্দি নামক স্থানের গোমতী  ব্রিজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান মুন্সীর পরিচালনায় আয়োজিত মানববন্ধনে স্বামী হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি করে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী পপি আক্তার, বোন জিয়ারকান্দি ইউপির প্যানেল চেয়ারম্যান মোসামৎ রিপা আক্তার, মো. কামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ ফকির প্রমুখ।

টিএইচ